1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

নিজেকেই এখনো চিনতে পারিনি

ছবি : ইন্টারনেট

 

নিজেকেই এখনো চিনতে পারিনি

অজিত কুমার জানা


দখিনা বাতাস গায়ে লাগতেই,

তোমার ভূগোল মুখস্থ হয়ে গেছে।

চোখ বন্ধ করেই মানচিত্র আঁকতে পারি,

ক্যাসবাক্স খুলে দেখাতে পারি,

ব্যান্ডিল ব্যান্ডিল মোহ।

ফোনের বারান্দা জুড়ে,

রক্তিম গোলাপের মিছিল,

সাদা জোছনার রিমঝিম আলপনা।

 

তবুও প্রশ্নপত্রে জটিল পাটিগণিত,

সিলেবাস বর্হিভূত জ্যামিতি,

মেঘলা আকাশ ঘামঝরা উপন্যাস।

ফোন টেবিলে বসে থাকে,

মুখে স্যালোটেপ এঁটে,

বৃত্ত হয়ে গেছে সম্পর্ক।

আসলে তোমাকে মুখস্থ করতে গিয়ে,

নিজেকেই এখনো চিনতে পারিনি।

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment