![]() |
ছবি : ইন্টারনেট |
রোদ্দুরের কলম
পুবালি ভোর রোদ্দুরের
স্বপ্নীল তুলি, কলম দিয়ে
আমি ঠিক এই মুহূর্তে
মুছে দিতে চাই -
দেশজুড়ে জেগে ওঠা
সমস্ত ধর্মীয় গোঁড়ামি,
বিদ্বেষ,
হিংসা,
আর বিভেদের পাঁচিল ;
টাপুর টুপুর বৃষ্টি
জলে ভেজা এই দেশের নরম মাটি তৃণঘাসে
দু'হাতে করে
নীরবে ছড়িয়ে দিতে চাই
সম্প্রীতির অক্ষর
বীজ ;
ধর্মান্ধদের রক্তাক্ত
অস্ত্র মাখা হাতে
পরিয়ে দিতে চাই ভালবাসার রাখি ;
ধস্ত, বিপন্ন এই দেশের উদার আকাশে
বাতাসে আবার নিশ্চয়ই
ধ্বনিত হবে অমল বন্ধুতার
জয়গান ;
ভোরের আলোর পাখিরা
নীরবে
শোনাবে - 'সবার উপর মানুষ সত্য ' গান l
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment