1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

মানসিকতা

ছবি : ইন্টারনেট

মানসিকতা

ভূদেব মাহাত


মাটির দূর্গা পূজিত হয়

মন্দিরে ও ঘরে,

ঘরের দুর্গা নিলাম হয়

লক্ষ টাকা দরে।

 

মায়ের গর্ভে জন্ম ছেলেটা

মায়েরই কাপর টানে,

ছেলে হয়ে কলঙ্ক সে

এই সমাজের মনে,


কলঙ্কের দাগ মোছা যায়না

নদী সমুদ্রের জলে,

জীবনটাকে শেষ হয়ে যায়

সামান্য একটা ভুলে।


সেই মা দেখাল পৃথিবীর আলো

দশমাস গর্ভে ধারন করে,

সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়

ষাট বছর পরে।


হারিয়ে যাচ্ছে কত মেয়েরা

অন্ধকারের ওই রাতে,

বারবার কেন একই ঘটনা

হয় মায়েদের সাথে।


স্বাধীন দেশে আজও কেন

হয় ধর্ষন শ্রীলতাহানি,

দিনে রাতে মেয়েদের সুরক্ষা

নেই কেনো শুনি?


যেদিন সবাইকে মা বোনের চোখে

দেখবে সব পুরুষ,

সেদিন থেকে এই সমাজে

থাকবে না কোনো কাপুরুষ।




No comments:

Post a Comment