1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

একদিন রাষ্ট্রই আদর্শ হবে

ছবি : ইন্টারনেট

একদিন রাষ্ট্রই আদর্শ হবে

তাপস রায়

আজ আমি সাধারণ দিনের ভেতর বসে ভাবব উল্কা বৃষ্টি হবে 

আমের পল্লবে সিঁদুর লেগেছে যদি আমার পাপ চোখে 

তক্ষুনি ভেসে উঠবে নগ্ন কোনো চাঁদ, তার কান্না চেপে রাখা যাচ্ছে না 

আজ আমি নিজেকে পাগল ভেবে মন্ত্রীসভার কাছে একান্তে দাঁড়াব। 


--- আমাদের ক্ষয় রোগ হোক, হে আর্য , আমাদের নরকে নিক্ষেপ করো

সেই সব সাপের পিঠে উঠে ভারত ভ্রমণে গিয়ে আজ আমার শীৎকার হবে

আমার সাহসে হেসে কুটিপাটি সার্কাসের জোকার সকল, দেখো গ্রীষ্ম হলো না

আ্মি সেই তীব্র মরে যাবার ভেতর বসন্ত রেখে আসব আজ, ক্রোধ হবে ক্রোধ হবে। 

 

যেকথা বলছিলাম, তোমার নাগর এসে আমাকেও এক পেট মদ দিয়ে যাবে

রাস্তা সুনসান, ভাষা ফুটে উঠতে চাইছে না, সে শুধু নরম চিন্তা নিয়ে

আমাদের দমকল থেকে জল পেড়ে আনে দেখি, আজ আমি তুলি হাতে

বাংলার গাঁয়ে গাঁয়ে মরক লাগাব, যেন পালাতে না পারে, ধানের দুধের ভেতর

কার্ফু জারি করে দেব, যেন বারোমাস নিজেরই মুখোমুখি তীব্র ঘুমোতে হয়। 


আজ আমি হাজার হাজার বছর নীচে নেমে গোঁজ প্রার্থীদের খুঁজে এনে পার্কে বসাব। । 


No comments:

Post a Comment