![]() |
ছবি : ইন্টারনেট |
চরৈবেতি
মণিমোহন বন্দোপাধ্যায়
তোমায় ছেড়ে যাবো বলেই
তোমার কাছে আসা,
বাঁধন ছেঁড়ার শর্ত নিয়েই তোমায় ভালোবাসা l
ঝরতে হবে জেনেও আজো
শিউলি ফোটে ভোরে,
ক্ষণিক পলের জীবন, তবু মৌমাছিরা ওড়ে l
ভাসান দিতে হবে জেনেও
মৃন্ময়ীকে ডাকি,
রাত পোহানোর স্বপ্ন বুকে আজও বেঁচে থাকি ll
No comments:
Post a Comment