1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

মিষ্টি ছড়া

ছবি : ইন্টারনেট

মিষ্টি ছড়া 

অলোক মুখোপাধ্যায়

মিষ্টির লিস্টটা

রেখে দিয়ে হাতে

খেতে পারো এ পুজোতে

দিনে আর রাতে।


রাজভোগ লেডিকেনি

সাথে চমচম

জলভরা তালশাঁস

খাও হরদম।


মিহিদানা সীতাভোগ

কিছু মনোহরা

কাজু বরফির সাথে

নেবে কিছু প্যাঁড়া।


অমৃতি ছানাবড়া

মোয়া দরবেশ

ক্ষীরভোগ লাগে ভালো

পেলে সন্দেশ।


রসেডোবা রাঙা বোঁদে

খাও শতশত

মুখে দাও মতিচুর

শুধু অবিরত।


গোলাপজামের সাথে

থাকে যদি গজা

টাটকা ল্যাংচা পেলে

লাগবেই মজা।


পান্তুয়া খেয়ে সবে

থাকো রসেবশে

রসগোল্লা কিছু

খেয়ো অবশেষে।।

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment