1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

প্রশ্ন

 

ছবি : ইন্টারনেট

প্রশ্ন

নির্মল কুমার দে

- মেয়ে টা চুপিসারে নিজের সহকর্মীকে বিয়ে ও করে নিল। এত দিন ত দুই জনের মধ্যে কিছু একটা চলছে তাই শুনেছিলাম।

-কার কথা বলছ?

-আরে চৌক বাজারে যার জুতোর দোকান আছে না,তার মেয়ে শবনম।

-বাহ! ভালই ত,নিজের সহকর্মী কে বিয়ে...! কিন্তু চুপিসারে কেন ? স্বামী মন্তব্য করল।

 -আসলে ছেলেটা  খ্রিস্টান না! শবনম মধ্যবিত্ত পরিবারের মেয়ে! তার মা বাবা মেনে নেবেস্ত্রী বলল।

-লোক নিন্দার ভয়!তাই না? স্বামী প্রত্যুত্তরে বলল।

...(সমাপ্ত)...

 

No comments:

Post a Comment