![]() |
ছবি-আন্তর্জাল |
শীতের
প্রভাত বেলা।
শিশিরে
ভেজা জানালার কাঁচ;
শীতের
হিমেল বাতাস ছুঁয়ে গেল আমার শরীর জুড়ে !
চেয়ে
আছি অপলক দৃষ্টিতে শীতের উষ্ণতায় জড়ানো প্রকৃতির পানে।
গাছের
নির্জীব হলুদ পাতা বাতাসের বেগে ছুটে চলেছে অজানা পথে!
গাছের
ডালে বসে থাকা দুটি পাখি জড়িয়ে আছে পরস্পরের ভালবাসার উষ্ণতায়।
হঠাৎ ঝাপসা হয়ে এলো নয়ন দুটি অশ্রুতে !
খুব
মনে পড়ছে আজ তোমার কথা।
জানিনা
কেমন আছো; কোথায় আছো ?
যখন
এসেছিলে আমার জীবনে;
রেখেছিলে তোমার ভালবাসার উষ্ণতায় জড়িয়ে!
তবে
কেন অভিমান করে চলে গেলে অনেক দূরে; অজানার পথে।
আমি
আজ যেন সখা হারা ক্লান্ত এক পাখি !
জানি
আর কোনদিন এসে তুমি আমায় বলবে না “এই চলো না শিশির ভেজা ঘাসে হাঁটি”।
তাইতো
খুঁজে পেতে চাই তোমার ভালবাসা প্রকৃতির মাঝে।
হয়তো
তুমি প্রকৃতির মাঝে লুকিয়ে দূর থেকে আমায় রেখেছো জড়িয়ে তোমার ভালোবাসায়!
প্রকৃতিকে
সাক্ষী রেখে চিৎকার করে বলছি ;
“বড্ড
ভালবাসি তোমায়; ফিরে এসে জড়িয়ে নাও
আমায় ভালবাসার উষ্ণতায়”।
লেখিকা - সুদিপ্তা চৌধুরী
sudipta.cwu1994@yahoo.com
Sundor, Ovinondon Roilo.....
ReplyDelete