1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

চেতনা

                                             ...সুশীল ঘোষ 
কৃষ্ণ কালী আল্লা হরি,
একই সুরে বাঁধা তান ।
মানুষ তুমি হওনা কেন-
এক জাতি আর একই প্রাণ ?

আমরা যদি বিশ্ববাসী
একই পিতার সন্তান !
ভাই হয়ে কেন ভায়ের প্রতি
অস্ত্র ছুঁড়ে হর প্রাণ ?

স্বার্থের নেশায় মনের সুখে,
করছ যে পাপ, পাহাড় প্রমান,
একটি বারও ভেবেছ কি --
কি হবে, এর পরিণাম ? 

বিশ্ব জুড়ে বিশ্বপিতা--
পেতেছেন যে প্রেমের আসন,
তোমার পাপে কলুষিত
হচ্ছে জেনো সর্বক্ষণ ।

শেষের বেলায় পিতার কাছে
দেবে তুমি কি জবাব ?
জেনে রেখো, কেউ নেবে না,
পাহাড়-প্রমান এ পাপের ভাগ ।


sushilghosh1980@gmail.com
কলকাতা 

No comments:

Post a Comment