1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

স্মৃতির রোমন্থন


                                                                                                    ...জুবায়ের হামজা


মনে আছে,
একবার সমুদ্র সৈকতে ঝিনুক কুড়াতে,
একখন্ড দ্বীপকে দুজনের স্থায়ী আবাস ভেবেছি
কত সুন্দর সেই উত্তাল ঢেউয়ের খন্ডকণার উষ্ণ
সাথে তোমার মুচকি হাসি এ আমি যেন বিশ্বঅধিপতি।

মনে আছে,
একবার জোছনা জৌলুশ রাতে নেএ ছিল গগনে,
পুরো আকাশটাই মনে হচ্ছিল আমার প্রতিপত্তি
কত সুন্দর অনুভূতি ছিল, অদ্ভুতভাবে তোমার শ্বাস
আমার উপরই পড়ছিল অথচ দুরত্ব কিছুটা ছিল।

মনে আছে,
একবার বিকেলে মুশলধারে বৃষ্টি হচ্ছিল,
আমি পরিশ্রান্ত প্রত্যাবর্তীয় এসে দেখি নির্বাক!
চুয়ে চুয়ে পড়া অবনত প্রতিটি বৃষ্টির কণা হীরকখন্ড,
আমার হাজার বছরের পিপাসা নিবারন করছিল।

মনে আছে,
একবার বহু প্রতিক্ষা জমে সাক্ষাৎে আমরা হঠাৎ নিশ্চুপ
ছিলাম,
আনন্দের সেই অশ্রু টলটলা চোখে জ্বলজ্বল করছিল।
সেই সাধারণ জলে আগুন জ্বেলে আমরা বঞ্চিত
ভ্রমে ভ্রান্তিতে আমি নিজেকে তোমার বিচ্ছিন্না মনে করলাম
তুমিও সায় দিলে অবৈধ নাশে বিনাস হলে।


Jubayerhamza25@gmail

No comments:

Post a Comment