1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

পরিবর্তন


                            
                                                     ...ফয়সাল আহমেদ ডালিম

আজ উনিশ বছর পর তোমার সাথে দেখা
পাতলা মুখটা বেশ হয়েছে পুরু
চুলের দেহে ভর করেছে রুক্ষতা,
অথচ এক সময় ঝলমলে চুল নিয়ে কত হয়েছে কবিতা।

তোমার মুখে দখল নিয়েছে মেছতা
চোখের সীমানায় কালচে দাগ
অথচ এই চোখ মুখে চেয়ে,
কত সোনালি বিকেল যেত বয়ে।

তোমার হাতের চামড়া কোমলতা হারিয়েছে
একসময় হাত দেখার ছলে নানা কৌশলে
মেখেছি তোমার স্পর্শ হাতের পশমে,
কত সুখ নির্মিত হতো আমাদের প্রেমে।

কত বদলে ফেলেছো অথবা গিয়েছো
চুলের সিঁথির বাঁক থেকে পায়েলের নকশা
ঠোট সরু করে কথা বলার ঢং,
শুধু বদলায়নি তোমার চোখের জলের রং।


jfa.dalim@gmail. com
কুষ্টিয়া,বাংলাদেশ।

No comments:

Post a Comment