...সৌমিত্র
চ্যাটার্জী
ভেসে যেতে যেতে
যদি মনে হয় ক্ষয়ে গেছে আবরণ
আলোকবর্ষ দূরে
অপেক্ষায় স্ববিরোধী জ্যোতিষ্ক
আলো দিয়ে গাঁথা
বস্ত্রখন্ডে জড়িয়ে দেবে
সূর্যমুখী
তোরণ...
কিছু সম্বল রেখে
দিয়ে যেতে হবে দুর্ভিক্ষ প্রতিরোধে
অজানা মূহুর্তে
অসমর্থ পিছুটান
যদি নিঃশব্দে
কলুষিত করে সবাক আলোর বোধন
শেষরক্ষা হবে
ঝলসে ওঠা নতুন বিদ্যুৎচমকে...
মেঘের বুক চিরে
বন্যা বয়ে গেছে
শান্ত প্রবাহে
বুক চিতিয়ে ভাসে ইন্দ্রধনু
চাঁদের আলোর মত
ঝরে ঝরে পড়ে রঙিন কুসুম
প্রতিপদে
নিষ্কলুষ তরলতা
নবীন আকাশে
কুয়াশাহীন......
poesy.soumitra@gmail.com

No comments:
Post a Comment