1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

কবিতার জন্ম মৃত্যু


                                                                                                           ...অভ্র ঘোষ
আমার ভালোবাসার জন্ম হয়
সুনীল মৃত্যুও হয়
জীবনের আনন্দ বোধ
অবিরাম মাথার ভিতর কাজ করে

আমি তোকে দেখি
কাপড় চামড়া মাংস ভেদ করে
দেখতে পাই হৃদপিন্ডের ওঠাপড়া
চুপসে যাওয়া ফুসফুস
তুই রক্ত বওয়া মানুষ

লাল সবুজ হলুদ রং সরিয়ে
আমি তোকে দেখতে পাই
সাদা কালো স্বচ্ছতায়

সুগন্ধির গা জোয়ারি টপকে
ঘামের ঘ্রাণ নাকে আসে
আমার নেশা হয়
লোমকূপে লাভা চলে
চারিদিক সুন্দরী গাছে ছেয়ে যায়
আমার মাথার ভেতর
কোনো এক বোধ কাজ করে
ভালবাসার জন্ম হয়


ghoshabhra35@gmail.com

No comments:

Post a Comment