1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

অনুরাগে


                                                                    ...পৌষালী ভট্টাচার্য্য

সূক্ষ্ম কোন পরিধিতে, পেয়ে যাব তোমার দেখা;
ক্ষয়ক্ষতির আভাস দিতে,গা-ভাসানো আদিখ্যেতা।
স্মৃতিমেদুর পেন্ডুলামে, একপেশে স্বপ্নচারণ;
চালচুলোহীন সন্ধ্যারাগের,পিছুডাকা অন্যধরন।
অপেক্ষার অঙ্ক মেলে,ভাগশেষে কাটাকুটি;
পর্দা ওড়া গোলমেলে হয়, আবেগমাখা খুনসুটি।
মেরুন রঙা দেওয়াল ভাঙে,মনের নদী খরস্রোতা;
বাউন্ডুলে আখড়া গড়ে, সত্যি -মিথ্যার সমঝোতা।
শব্দ কালি মুছিয়ে দিয়ে, উপন্যাসের কাঁটাতারে;
সমার্থক-বিপরীতার্থক,ব্যাকারণের ভুল ধরে।
রাতের আলো ছায়া ফেলে, পুড়ে যাওয়া কংক্রিটে;
মনের ভিতর মনের হদিশ,কে রেখে যায় বিদঘুটে।
জ্বরের মত‌ই বিকার আসে,সব যেন অদ্ভুত;
স্পর্শ পাওয়ার অনুরোধে,নালিশ জানায় চিরকুট।
চারপাশ খুব একাকী,একটা ফ্রেমে সুখবন্দী;
হারিয়ে যাওয়া প্রেমের দিবস, অগোছালো ঘরবন্দী।
বৃষ্টি সেদিন মুষলধারে,পড়বে ঝরে অনুরাগে;
তুমি যেদিন সোহাগ করে, ফিরিয়ে নেবে "আমি"-টাকে।।

pousali2312@gmail.com
বীরভূম

No comments:

Post a Comment