... সত্যম ভট্টাচার্য
সিগারেটটাতে
অগ্নিসংযোগ করে বেঞ্চের ওপর বসলো প্রীতম।অবসরের পর কয়েকবছর হল এখানে চলে এসেছে
ও।এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে,পাশের পাইন-দেবদারু বন থেকে ভেসে আসে অজানা
পাখির ডাক।
অথচ আজ দুমাসের
বেশী হয়ে গেলো এখানে কোনো লোকজন নেই।এক অভূতপূর্ব নিস্তব্ধতা বিরাজ করে চারিদিকে
এখন।
ধুর-কথাটা বেরিয়ে
এলো প্রীতমের মুখ থেকে।প্রিয় কফির দোকানটি আজও খোলেনি।শুধু সেটিই নয়,কোন দোকানই খোলে
না আর আজকাল।
আগে পর্যটকদের
হৈ-হল্লায় খুব বিরক্ত হতো প্রীতম।এরা জানেই না কিভাবে অবকাশকে উপভোগ করতে হয়।বুড়ি
ছোঁয়াই এদের মোক্ষ।কিন্তু এখন আর ওরও ভালোলাগছে না এই জনবিরলতা।কবে আবার আসবে
লোকজন, হৈ হৈ করবে
বাচ্চারা-ভাবলো ও।
satyamastha@gmail.com
No comments:
Post a Comment