1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

পরিযায়ি

                                                                                                   ...মৌসুমী চক্রবর্তী

             নেক আশা নিয়ে ভোট দিয়েছিল অতনু। বিদেশ থেকে ফিরে এসে এ বারই প্রথম বিধান সভা আর লোকসভার ভোট দিল সে। কাকতালীয় ভাবে এক বছরই দুই ভোট পরেছে, কয়েক মাসের ব্যবধানে। মা তাকে ফিরে আসতে বলছে দেশে। তাই তিন বছরের কন্ট্র্যাক্ট নিয়ে সে এসেছে এদেশে। মনে আশা নিয়ে , যদি দেশের অবস্থার উন্নতি হয়, পাকাপাকি ভাবে চলে আসবে এ দেশে। 
             ভোটশেষ , রাজ্যে , কেন্দ্রে নতুন দল , নতুন নেতা , মন্ত্রী। সব কিছু নতুন উদ্যমে শুরু হলো । নতুন ভারত তৈরী হবে। মানুষের চোখে নতুন স্বপ্ন। স্বপ্ন অতনুর চোখেও। এগারো মাসে আবার চেনা খবরের চ্যানেলে , চেনা খবর দেখতে দেখতে অতনু তার সিংগাপুরের অফিসের বসকে ফোন করল। ফিরে যাবে সে। 
মা কে বোঝায় , মা কে সে ভালোবাসে, কিন্তু নিজেকেও ভালোবাসে । মা র যেমন এদেশ প্রিয় , অতনু র কাছে ততটা নয়।কে ভুল , কে ঠিক সময় বিচার করবে।

             ডিপারচার লাউঞ্জে বসে অতনু  মোবাইলে সময় এগিয়ে নেয়, ওদেশটার সময় তো ভারতের থেকে এগিয়ে!


mousumichak74@gmail.com
কলকাতা 



1 comment: