1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Monday, August 15, 2022

আত্মীয়তা

ছবি : ইন্টারনেট
আত্মীয়তা 
সন্দীপ ঘোষ 

-------"কবে যাচ্ছ দিদির বাড়ী ?" করণিক স্বামী শান্তনু জানতে চায় |
-------" বিয়ের আগের দিন" | খুব নীচু গলায় জানায় হাইস্কুলের শিক্ষিকা স্ত্রী অন্তরা |
-------" কেন বিয়ের দিন গেলে ওদের কি অসুবিধে হবে শুনি ?"
-------" লোকে কত নিন্দেমন্দ করবে, বলবে মিতুলের একটা মাত্র মাসী , বিয়ের দিনেই আসতে হোল !"
--------" যা-ব্বাবা, লোকে নিন্দেমন্দ করবে ! নাকি তোমার মনে উত্ফুল্লের ফোয়ারা ছুটছে | আমিতো বেশ বুঝতে পারছি, তোমার মনপ্রাণ দিদির বাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছো, এখন ফাঁকফোঁকর খুঁজছো দেহটাকে পাঠানোর | "
------" না -না তা কেন হবে ! তুমিও চলো না, রাতুলকে নিয়ে আমরা সবাই যাব |" নিজের দিদির ছেলের বিয়ে |  আগে না গেলে কেমন দেখায় তুমিই বলো না ?"  
ওদের একমাত্ৰ  ছেলে রাতুল ক্লাস সেভেনে পড়ে |
-------" বা-বা-বা, নিজেরটা বেশ বোঝোতো  | আমার দিদির ছেলের বিয়ে হলে যেতে না , তাই তো ?"
---------" ওহ্ --- আচ্ছা মুশকিলে পড়া গেল তো  |  আমি কি তাই বলেছি নাকি ? তোমাকেও তো যেতে বলেছে | আর তুমি তো না বলেছো | প্রয়োজনে দু'টো দিন ছুটিও নেওয়া যেতে পারে ! ওরা বার বার করে যেতে বলেছে , না গেলে চলে ! লোকাচার বলেও একটা কথা আছে | এটা তো মানবে নাকি ?"
------"ও--------ও ! এতক্ষণে বুঝলাম, শুধু লোকাচার করতে বোনপো'র বিয়েতে যেতে হবে ! শোনো, ঐ দিন আমার  গুরুত্বপূর্ণ অডিটের কাজ আছে |"
------ "এত বেশী বেশী কেন ভাবো বলতো ? সহজ করে ভাবা যায় না ?" 
------" সহজ না জটিল, সেটা তো ক্রমশঃ প্রকাশ্য ! তোমার আর তর সইছে না দেখছি, এক কাজ কর বিয়ের আগের দিন নয়, তুমি বরং কালই চলে যাও |  তোমার যা ফুর্তির তেজ ! অন্তরটায় যদি একটু আন্তরিকতা থাকত……"
--------" তার মানে তুমি ভালো, আর আমি খারাপ !"
-------" যাক, বুঝেছো তাহলে ! তা কি গিফট দিচ্ছ ? "
-------  "সোনার আংটি  |"
------- " দাম কত ?"
------- "দশ হাজার |"
-------" মা---ত্র দ-শ হা-জা-র ! 
-------" কেন,বেশি হয়ে গেল নাকি ?"
চুপ করে যায় শান্তনু | বিয়ের আগের দিন অন্তরা ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায় |
           প্রীতিভোজের অনুষ্ঠানে গিয়ে সন্ধ্যেবেলা পৌঁছয় শান্তনু | অন্তরা তাকে নতুন বৌয়ের কাছে নিয়ে যায় | শান্তনু পকেট থেকে বের করে পঞ্চাশ হাজারের একটি সোনার হার | দেখে চমকে ওঠে অন্তরা | তাত্ক্ষণিক বোবা বাকরুদ্ধ হয়ে যায় সে -- ক্ষণিকের স্তব্ধতা কাটিয়ে  স্বামীর কথায় নতুন বৌয়ের গলায় হার পরিয়ে দেয় | নিজের কেনা দশহাজারি  আংটিটা আর বের করার সাহস হয়নি অন্তরা'র | লোকে দেখে ফেলবে যে !
...(সমাপ্ত)...

No comments:

Post a Comment