1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, January 13, 2023

বেলস পলসি



বেলস পলসি

ডাঃ সম্পূর্ণা ঘোষ 


কাকে বলে :

-হঠাৎ মুখের এক পাশের মাংসপেশি ঝুলে গেলে তাকে বেলস পেলসি বলে । 

-এটা ভাইরাস সংক্রমনের জন্য হতে পারে , এটাকে অ্যাকিউট পেরিফেরাল ফেসিয়াল পলসিও বলে।

কারণ :

-সঠিক কারণ অজানা কিন্তু ভাইরাসের জন্য হয়।

কি কি ভাইরাস :

-হারপিস জোস্টার 

-হারপিস সিম্প্লেক্স 

-এপস্টেইনবার ভাইরাস 

-জার্মান মিজেলস ভাইরাস

-রুবেলা ভাইরাস 

-ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

-মাম্পস ভাইরাস

অন্যান্য :

-কোন আঘাত লাগলে

-স্ট্রোকে

কিসে কিসে ঝুঁকি আছে :

-ঠান্ডা হাওয়া  ( আমি এরকমও দেখেছি বর্ষাকালে ট্রেনের খোলা জানালার দিকে বসে আড়াই ঘণ্টা মুখে ঠান্ডা হাওয়া লাগার পর যখন স্টেশনে নেমেছে হঠাৎ করে বেলস পেলসি হয়ে গেছে )

-ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বার করেই খেয়ে নেওয়া

-মধুমেহ রোগীর ক্ষেত্রে.

-শ্বাসনালীর সংক্রমণ আছে এরকম রোগীর ক্ষেত্রে

লক্ষণ :

-চোখ পুরোপুরি বন্ধ করতে পারবে না

-চোখের কোনাটা নিচের দিকে ঝুলে থাকবে

-মুখের দুই দিক দেখতে দুই রকম লাগবে

-নেজলেবিআল(nasolabial) ভাজটা থাকবে না যেদিকে সংক্রমণ হয়েছে সেই দিকে 

-যেদিকে সংক্রমণ হয়েছে সেই দিকের ঠোঁটের কোনাটা ঝুলে থাকবে

-ভ্রু কোঁচাতে পারবেনা

-মুখের দু দিকের হাসি দু রকম হবে

-মুখের অভিব্যক্তি প্রকাশ করতে বা তৈরি করতে পারবে না এক দিকের পেশি অসাড় হয়ে যাবার কারণে

-মুখের কথা জড়িয়ে যাবে জিভের একটা দিক অসাড় হয়ে থাকার কারণে

-রোগী জিভের একদিকে স্বাদ পাবে না

-কখনো কখনো কানে ব্যথা থাকে

কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ :

একনাইটাম নেপেলাস :

-যদি ঠান্ডা হাওয়া থেকে বেলস পলসি হয় তবে প্রথমে একনাইটাম নেপেলাস কথা চিন্তা করবেন । 

কস্টিকাম :

-এটা পুরনো বা ক্রনিক রোগের ক্ষেত্রে মাংসপেশীর শক্তি বাড়াতে এই ওষুধ সাহায্য করে, সাধারণত ডান দিকের সংক্রমণে বেশি ভালো কাজ করে।

ডালকামারা :

-এটা বর্ষাকালে বেশি ভালো কাজ দেয় ; রোগীর ভিজে ঠান্ডা মেঝেতে শোয়ার কোন ইতিহাস থাকলে এই ওষুধ ব্যবহার করা যায়

বেলেডোনা :

-যদি কানে ব্যথা বা যন্ত্রণা থাকে এবং যখন স্নায়ু প্রদাহ জনিত কারণে রোগীর মুখ লাল হয়ে থাকে তখন এই ওষুধ ব্যবহার করতে পারবেন।

হাইপেরিকাম :

-বেলস পেলসি যখন কোন আঘাত থেকে হয়।      

নাক্স ভোমিকা  :

-বেলস পেলসির সাথে যদি রোগী মানসিকভাবে ভীষণ অধর্য হয়ে পড়ে , একটুতেই ভীষণ রেগে যায় বা খিটখিটে মেজাজ থাকে তাহলে নাক্স ভোমিকা কথা চিন্তা করবেন 

ব্যবস্থাপনা :

-অবশ্যই শীতে এবং বর্ষায় ট্রেনের খোলা জানালার দিকে বসবেন না

-ফ্রিজ থেকে খাবার বার করে সেটাকে সাধারণত তাপমাত্রায় আসতে দিন তারপর খাবেন

-যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা চুলের যত্ন নেওয়ার জন্য মাথায় বহুক্ষণ কোন ঠান্ডা প্যাক  লাগিয়ে রেখে দেবেন না

-আর শেষে বলবো অবশ্যই ওষুধের সাথে সাথে ফিজিওথেরাপি করলে খুব তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment