1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

শিশু শ্রমিক

ছবি : ইন্টারনেট


শিশু শ্রমিক 

অভিজিৎ দত্ত 

শিশু শ্রমিক এক অমানবিক প্রথা 

কচি বয়সে পড়াশোনার বদলে 

মাথায় তাদের একরাশ কাজের বোঝা।


শিশুরা যদি পড়ার সুযোগ না পায় 

হৃদয়বৃত্তি, বুদ্ধিবৃত্তির বিকাশ 

ঠিকমত কখনোই আর সম্ভব নয়।


কচি,কচি শিশুরাই 

দেশের আসল রত্ন 

তাদেরকে ঠিকমত তৈরি 

করতে না পারলে

বিফল হবে আমাদের সব স্বপ্ন। 


প্রত্যেক শিশুর চোদ্দ বছর বয়স পর্যন্ত 

শিক্ষা তাদের অপরিহার্য 

লেখা আছে ভারতের সংবিধানের 

নির্দেশমূলক নীতিতে 

কেন এটা করা হবে না ভারতে

শিশুদের মৌলিক অধিকারেতে?


শিশুদের নিয়ে উন্নত দেশগুলি 

আজ হয়েছে কত সচেতন 

প্রাচীন কালে বিশ্বকে পথ দেখানো 

ভারতবর্ষ আজ কেন অবচেতন?

কী করে হবে তাহলে দেশের উন্নয়ন?

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment