![]() |
ছবি : ইন্টারনেট |
মুখের ঘা
ডা: সম্পুর্ণা ঘোষ
এটা মুখের ভিতরের ঝিলের প্রদাহ যেখানে অল্প ফোলা সাথে যন্ত্রণা সহ একটা ক্ষত তৈরি হয়। প্রায় ২০% মানুষ এই সমস্যাতে ভোগেন। এটা বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন কারণে ঘটতে পারে।
কেমন দেখতে:
মূলত গোল, জায়গাটা ফুলে ওঠে ক্ষতের চারিপাশ লাল হয়ে ওঠে কিন্তু মাঝখানটা সাদা থাকে যাকে সিওডো মেমব্রেন বলে।
কোথায় হয় :
মুখের ভিতর যে কোন জায়গায় হতে পারে তবে গালে, উপর বা নিচের ঠোঁটের ভেতরের দিকে, জিভের পাশে বা উপরে।
কারণ :
১.খুব বেশি ধূমপান
২. ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব
৩. অত্যন্ত ঝাল মসলাযুক্ত গরম খাবার খাওয়া
৪. অপুষ্টি
৫. কিছু অ্যান্টি এপিলেপটিক ওষুধ খেলেও হতে পারে
৬. সংক্রমণ : ভাইরাস-হারপিস সিমপ্লেক্স ,হারপিস জোস্টার,মিজেলস,চিকেন পক্স,ফুট ও মাউথ রোগ
,এইডস।
ফাঙ্গাস – ক্যানডিডা এলবিকেনস
ব্যাকটেরিয়া –ডিপথিরিয়া সিফিলিস,স্কারলেট ফিভার
৭.এলার্জি : কিছু ওষুধ বা খাবার থেকে এলার্জি তেও হতে পারে
৮. ভারী ধাতু :আর্সেনিক, বিসমাথ,পারদ,লেড
এইগুলো বিশেষত জলে থাকে , দীর্ঘদিন ধরে ওই জল খেলে হতে পারে
৯. অন্যান্য : রাত জাগা ,মানসিক সমস্যা
উপসর্গ বা লক্ষণ :
১. মুখের ভিতর লাল সাদা ক্ষত
২. প্রচন্ড ব্যথা সাথে জ্বালা
৩. খাবার সময় বা কথা বলার সময় প্রচন্ড ব্যথা
৪. অতিরিক্ত মাত্রায় লালা বার হয় মুখ থেকে
কখন ডাক্তারের কাছে যাওয়া ভীষণ জরুরি :
বারবার যদি এ ঘা হয় তাহলে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাবার কথা ভাবি না কারণ এটা আমাদের অভ্যাস হয়ে যায়।
কিন্তু কিছু জিনিস ধরুন
👉একসাথে বিভিন্ন জায়গায় হয়েছে
👉 প্রায় এক মাস ধরে ক্ষত সারছে না
👉 ক্ষত আছে কিন্তু সেটা ছোট হবার বদলে বড় হয়ে যাচ্ছে
👉 ক্ষতের সাথে জ্বর আসছে
তখন আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে।
কি কি করা যাবে না :
১. ধূমপান করা যাবে না
২. বাইরের ঝাল মসলা ,বেশি ভাজা খাবার খাওয়া যাবেনা
৩. ক্ষততে হাত দেবেন না
৪.খুব গরম খাবার খাবেন না
৫.ঠান্ডা সোডা মিশ্রিত পানীয় থেকে দূরে থাকবেন।
কি কি করতে হবে :
১.ভিটামিন ( ভিটামিন বি কমপ্লেক্স(মিনারেল সমৃদ্ধ বাড়ির তৈরি খাবার খেতে হবে
২. স্বাভাবিক তাপমাত্রার খাবার খান
৩. কোনরকম ভাবে যেন মুখে সংক্রমণ না হয় তাই দাঁত পরিষ্কার রাখতে হবে,
- দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে ।
- ভালো করে মুখ ধুতে হবে খাবার পরে।
৪. রোজ ফল খেতে হবে
৫. সঠিকভাবে হজমের জন্য সঠিক পরিমাণে জল খেতে হবে
হোমিওপ্যাথিক ওষুধ :
মুখে ঘা এর কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ...
1.বোরাকস
2. মার্ক সল
3. আর্সেনিক
4.সালফার
5.ক্যালি বাই ক্রম
6.অ্যাসিড নাইট্রিক
7. নেট্রাম মিউর
8.সিফিলিনাম
No comments:
Post a Comment