![]() |
ছবি : ইন্টারনেট |
টুকটুকি
দর্পনা গঙ্গোপাধ্যায়
টুকটুকে টুকটুকি রোজ কাটে আঁকি-বুকি
ফুটে উঠে নানা ছবি, জল রঙে লাল রবি
খেলা আছে ঝুড়ি ঝুড়ি সাথী তার গুড়গুড়ি
করে শুধু হুড়োহুড়ি খায় শুধু গড়াগড়ি ।
করে শুধু বায়না ভাত রুটি খায় না
খায় সে বার্গার ফোনে দিয়ে অর্ডার।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment