1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

স্মোকিং কিলস

ছবি : ইন্টারনেট

স্মোকিং কিলস

অভিষেক দত্ত

০১ম দিন

আঃ, শেষ পর্যন্ত ব্যাঙ্কের চাকরিটা হল। এতদিন প্রাইভেট ফার্মে দমবন্ধ অবস্থায় পড়ে থাকার পর হঠাৎ করে একঝলক ঠান্ডা, তাজা হওয়া। ন’হাজার পাঁচশো আটাত্তর টাকার মাসমাইনে একধাক্কায় বেড়ে হল আঠাশ হাজার তিনশ পঁচিশ টাকা। ভাবা যায়!

চারমিনারটায় শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। কাল থেকে গোল্ডফ্লেক!   

০২য় দিন

নতুন চাকরিতে সাতদিন হয়ে গেল। প্রথমেই ক্যাশ কাউন্টারে বসিয়ে দিয়েছে। নোট গুনতে হিমশিম খাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন টিপ্পনি কাটছে “কি দাদা, আর কতক্ষণ,” “হাত চালান,” “নতুন স্টাফ, কেন যে কাউন্টারে...,”

সারা সপ্তাহে ক্যাশে কম পড়েছে আড়াই হাজার টাকা। পকেট থেকে টাকা দিয়ে মেটাতে হল।

“ব্যাঙ্কের চাকরিতে প্রথম কয়েকটা মাস পকেট থেকে খেসারত দিতে হয় ভাই,” পাশের কাউন্টারের বোসবাবু হাসলেন, “ভুল করে পাঁচশ বা দু’হাজার টাকার দু’একটা নোট বেশি দিয়েছো বা কম নিয়েছো। একবার নোট গোনা অভ্যেস হয়ে গেলে আর কোন অসুবিধা হবে না।”

নেভিকাটের স্বাদটাও তেতো লাগছে।

০৩য় দিন

আজ একটা জোচ্চরকে ধরলাম। জমা দেওয়ার সময়ে বান্ডিলে দু’হাজার টাকার দুটো নোট কম। যেদিনই এই লোকটা টাকা জমা দিতো সেদিনই ক্যাশ শর্ট হতো। সবাইকে শুনিয়ে কথাটা বলে এমন কড়া চোখে তাকালাম যে চিটিংবাজটা তৎক্ষণাৎ পালালো।

আয়েশ করে ক্ল্যাসিক ধরালাম।

০৪র্থ দিন

বেশ কয়েকদিন পরের কথা। লোকটা আবার টাকা জমা দিতে এসেছে। আগামীকাল ইয়ার এন্ডিং, ব্র্যাঞ্চের কোন স্টাফের নিঃশ্বাস ফেলার সময় নেই। সেই সুযোগে কিছু একটা করার মতলবে আছে।

“জানি, মার্কামারা,” বোসবাবুকে ইশারা করতেই চাপা গলায় জবাব দিলেন, “চিন্তা কোর না, রেডি আছি।”

এ কি, আজ তো ক্যাশ শর্ট নেই!

হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। লোকটা কিছু বোঝার আগেই নিপুণ হাতে দুটো নোট সরিয়ে নিয়ে চিৎকার করে উঠলাম।

“লেকিন সাব...,” হতভম্ব হয়ে আমতা আমতা করলো, “আজ তো ঠিক সে গিনকে...”

“ব্যাঙ্কে এই ধান্ধা চলবে না,” বোসবাবুর কড়া গলা, “বান্ডিলে যতো টাকা আছে, ঠিক সেটাই লেখো। যদি না থাকে...” 

মাথা নিচু করে চলে গেল লোকটা, আর আমার পকেটে কড়কড়ে চার হাজার টাকা। 

আজ ইন্ডিয়া কিংস!

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment