1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

আমি আজ অনন্তের পথে

ছবি : ইন্টারনেট

আমি আজ অনন্তের পথে

তৈমুর খান

 আজ রোদ ওঠেনি

একাকী হেঁটে যাচ্ছি অনন্তের পথে

গতকাল যারা বলেছিল:দেখা হবে,রাস্তায় দেখা হবে!

তারা কেউ রাস্তায় আসেনি

আমি শুধু নিজেকেই ভালোবাসতে বাসতে

নিজের সঙ্গেই কথা বলতে বলতে

এগিয়ে চলেছি


রাস্তায় অনেক পাখি আর গাছপালা আর নুড়িপাথর

সবাই দেখছে আমাকে

রক্তাক্ত সভ্যতার কোলাহল কানে আসছে

আর চিৎকার করে মরে যাচ্ছে অন্তিম ইচ্ছাগুলি


এক ঝলক বাতাস অথবা পোয়াতি মেঘের ছায়া

আমাকে আশ্বাস দিচ্ছে আজ

সূর্য ফিরলে আমার দৈব ভিক্ষার সম্মোহন তীব্র হবে

আমি শুধু শূন্যতা চেয়ে নেব অনন্তের সকালের কাছে।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment