1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label তৈমুর খান. Show all posts
Showing posts with label তৈমুর খান. Show all posts

Wednesday, October 2, 2024

আমি আজ অনন্তের পথে

ছবি : ইন্টারনেট

আমি আজ অনন্তের পথে

তৈমুর খান

 আজ রোদ ওঠেনি

একাকী হেঁটে যাচ্ছি অনন্তের পথে

গতকাল যারা বলেছিল:দেখা হবে,রাস্তায় দেখা হবে!

তারা কেউ রাস্তায় আসেনি

আমি শুধু নিজেকেই ভালোবাসতে বাসতে

নিজের সঙ্গেই কথা বলতে বলতে

এগিয়ে চলেছি


রাস্তায় অনেক পাখি আর গাছপালা আর নুড়িপাথর

সবাই দেখছে আমাকে

রক্তাক্ত সভ্যতার কোলাহল কানে আসছে

আর চিৎকার করে মরে যাচ্ছে অন্তিম ইচ্ছাগুলি


এক ঝলক বাতাস অথবা পোয়াতি মেঘের ছায়া

আমাকে আশ্বাস দিচ্ছে আজ

সূর্য ফিরলে আমার দৈব ভিক্ষার সম্মোহন তীব্র হবে

আমি শুধু শূন্যতা চেয়ে নেব অনন্তের সকালের কাছে।

...(সমাপ্ত)...

Saturday, April 15, 2023

একুরিয়ামের রুপোলি মাছ

ছবি : ইন্টারনেট


একুরিয়ামের রুপোলি মাছ

তৈমুর খান 

—আরে বাস্! এত খাবার! 

—এমন আর কী! এই তো কয়েকখানা লুচি আর আলুর দম। গতকালের একটু বাসি পায়েস। 

—আহা, তাই দেখুন লুচিগুলো কত ফুলকো। আলুর দমটা মাংসের থেকেও দামি। আর পায়েসটা যেকোনো মিঠাইকে হারমানাবে। 

 —তোমাকে এসব ভালো লাগছে জেনে খুশি হলাম। আমি তো গ্রামেরই মেয়ে। তোমার দাদার সঙ্গে বিয়ের পর কলকাতায় আছি। কতরকম রান্না করি তোমার দাদার জন্য। কিন্তু সেসব উনি ছুঁয়েও দেখেন না। অনেক রাতে বাড়ি ফিরে এসে বলেন, বাইরেই খেয়ে নিয়েছি।

 —দাদা বাইরে কী খান?

 —তা জানি না ভাই। সারারাত কোনো সাড়াশব্দ পাই না। সকাল ১০ টা নাগাদ বিছানা ছেড়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যান। বলেন, বাইরেই খেয়ে নেব।

 —সত্যিই আপনাদের জীবনযাত্রা দেখে অবাক হচ্ছি। আমি তো এসেছিলাম চাকরির ইন্টারভিউ দিতে। একরাত্রি কাটিয়ে গেলাম। দাদার সঙ্গে ফোনেই কথা হয়েছিল। চাক্ষুষ দেখা হল না।

 —তুমি আর কী দেখবে ভাই! একবেলা শুধু খাবারটুকুই খেলে। আরও কতকিছু তোমাকে খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু তা আর হল কই?

 —থাক্ বউদি, আবার যদি চাকরি পেয়ে কোনোদিন আসি তখন না হয় খেয়ে যাব। আপনার মতো লক্ষ্মীমান্ত বউ যার ঘরে সে তো ভাগ্যবান!

 —সে আর বোঝে ক'জন? তোমার দাদা যদি একবারও বুঝত!

 কথা বলতে-বলতে বউদির দু'চোখ ছলছল করে উঠল। আমার দূরসম্পর্কের দাদা কাঞ্চন। একই গ্রামের মানুষ আমরা। চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরতে পারিনি তাই এখানে আসা। বউদিকে দেখে অনেকগুলো প্রশ্নে তাড়িত হলাম। একুরিয়াম ভেদ করে যেন একটি রুপোলি মাছ আমার চোখের সামনে পড়ে তড়পাতে লাগল।

...(সমাপ্ত)...