...ডাঃ তারক মজুমদার
কলম পেষে কলমচি
সকাল সন্ধ্যা
সম্পর্ক গুলো
যতটা উর্বর কিছুটা বন্ধ্যা,
সত্যি কথায় ভক্তি
চটে আট থেকে আশি
মানব তখন হয় দানব
খবর নয় বাসি।। 
স্পষ্ট কথায় কষ্ট
কম যখন কবি নিরপেক্ষ 
প্রিয় তখন অপ্রিয়
লেখনি বুননে তুমি দক্ষ
চিন্তা স্বাধীন
নও পরাধীন তবু বিরুপ আচরন
মন পাখি দেয়না
ফাঁকি সমাজ বনেযায় বন। । 
কবির কথায় পেলে
ব্যথা গর্জে ওঠেন রাজা
রক্তচক্ষু ফোঁসে
চঞ্চু  যেন কবির ব্যান্ড বাজা,
অবিনশ্বর কবি বাস্তব
ছবি কবির অস্ত্র কলম
স্বৈরাচারী খাঁড়া
দিশেহারা যেন গলিত মোম। । 
majumdartarak1970@gmail.com
উঃ২৪পরগনা
  
  
  
 
  

খুব সুন্দর।
ReplyDelete