1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

#ইন্টেরেস্টেড_ইন

                                                                                                             ...সংযুক্তা ঘোষ



         হাওড়া যাবো বলে বাসে উঠে দেখলাম বসার জায়গা নেই , বরং দু-এক জন দাঁড়িয়ে আছে । দাদা কোথায় নামবেন  দিদি কোথায় নামবেন  মাসিমা কোথায় নামবেন  কাকু কোথায় নামবেন  ----- এরকম খানিক জিজ্ঞাসাবাদ করার পর লক্ষ্য করলাম এক জায়গায় একটা সিট ফাঁকা আছে , দুটো পাশাপাশি সিটের একটায় একজন মহিলা বসে এবং অন্যটি খালি । সিট খালি তো দু-একজন দাঁড়িয়ে কেন  একটু অদ্ভুত লাগল । সে যাই হোক , হয়তো এরা সামনেই নামবে ; কিন্তু আমার তো দাঁড়ালে চলবে না ---- আমার গন্তব্য ঘন্টা দুইএর । এগিয়ে গেলাম । এগোতেই বুঝলাম ইনি শাড়ি পরে আছেন ঠিকই কিন্তু মহিলা নন , হিজড়া । একটু একটু বুঝলাম বাকিদের দাঁড়িয়ে থাকার কারণ ।

আমি গিয়ে জিজ্ঞেস করলাম ---- আপনি কি কারোর জায়গা রেখেছেন  উনি বললেন --  না  । আমি বসলাম । দু ঘন্টা সময় কাটানোর জন্যেই ব্যাগে একটা বই এনেছিলাম । সেটাই খুলে পড়ছিলাম । পাশ থেকে আওয়াজ এল --  কি কর তুমি  
আমি তাকিয়ে দেখলাম আমার সহযাত্রীটিই প্রশ্নটি করেছেন । উত্তর দিলাম ---- পড়াশোনা শেষ হয়নি , এখনও কিছু করছি না ।
----- কি পড়ছ 
----- গ্র্যাজুয়েশন হল , এবার এম.এ করব ।
----- বিষয় 
----- বাংলা ।
----- 'সেই সময়' পড়েছ 
----- হ্যাঁ, ভীষণ প্রিয় ।
----- হিমু পড়েছ 
----- হ্যাঁ
----- সাহেব বিবি গোলাম 
----- হ্যাঁ
----- কালপুরুষ , মৌষলকাল 
----- না , পড়া হয়নি... কালবেলা পড়েছি ।
----- পড়বে , ভালো লাগবে ।

এরপর উনি আরও অনেক অনেক অনেক বইএর নাম করলেন ; যেগুলোর কিছু পড়েছি , কিছু পড়িনি , আবার কিছু কিছুর নামও শুনিনি । উনি আরও বলতে লাগলেন -----  বই পড়াটাও একরকম নেশা বুঝলে । নতুন কোনো গল্প , নাটক , উপন্যাসের খোঁজ পেলে যতক্ষন না পড়ব যেন অস্থির অস্থির লাগে ।  তারপর বললেন ---  তুমি কি বিরক্ত হচ্ছো 
----- মোটেই না । বরং বেশ ভালোই লাগছে ।
এরপর উনি আমার নাম ধাম জিজ্ঞেস করলেন এবং নিজের নাম বললেন ' গোপালী উনি আমার সংগে বেশ কিছু বইএর পি.ডি.এফ ফাইলও শেয়ার করলেন  ইতিমধ্যে কনডাক্টার এসে আমার টিকিট কেটে নিয়ে গেল  আবার গোপালী বলতে লাগলেন ---  এই যে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের থেকে দয়া করে ভাড়া নেয়না , এটা কিন্তু আমারা মোটেই উপভোগ করিনা  কিন্তু কিছু বলিনা  আমাদের কতটাই বা রোজগার ! বাচ্চাকাচ্চা হলে যা টুকটাক একটু হয়  তাই যেটুকু যা দাক্ষিন্য পাওয়া যায় তাই সই   উনি আবার জিজ্ঞেস করলেন আমি বিরক্ত হচ্ছি কি না  আমি আবারও একই উত্তর দিলাম  সত্যিই আমার ওনাকে ভালো লাগছিল , আরও জানতে আরও শুনতে ইচ্ছা করছিল  উনি বলতে থাকলেন -----  ছোটো থেকে বাবা - মা কে দেখিনি  যেখানে থাকি সেখানকার মাসি খুব ভালোবাসতেন  একপ্রকার বায়না করেই মাধ্যমিক পাশ করেছি  স্টার পেয়েছিলাম  ছেলে সেজে স্কুল যেতাম , তখন নাম ছিলো গোপাল  তারপর লোকে বুঝতে পেরে গেল , নানারকম টীকা-টীপ্পনী আর হজম হচ্ছিল না বলে পড়াশোনা ছেড়ে দিলাম  কিন্তু বইএর নেশাটা রয়ে গেছে   লক্ষ করলাম ওনার কন্ঠস্বর ভারী হয়ে আসছে  বললেন ----  আমরা মানুষ বটে , তবে ঠিক যেন মানুষ নয়  
আমি কি বলব ঠিক করে উঠতে না পেরে তাড়াহুড়ো করে বললাম ---- আপনার সংগে একটা ছবি তুলবো  আপনাকে আমার খুব ভালো লাগলো , বন্ধুদের বলবো আপনার কথা 
উনি একটু হেসে বললেন ----  নিশ্চয়  তোমাকেও আমার বেশ লেগেছে  
এরপর উনি জিজ্ঞেস করলেন--  তুমি নিশ্চয় সোসাল মিডিয়ায় আছো 
----- হ্যাঁ 
----- আমি যদি রিকোয়েস্ট পাঠাই তুমি কি একসেপ্ট করবে 
----- অবশ্যই 
উনি ফোনটা বের করে ফেসবুক খুলে আমাকে একটা রিকু পাঠালেন  আমিও ফোনটা বের করলাম ওনার সামনেই একসেপ্ট করে নেবো বলে  একাউন্ট নেম গোপালী , জেন্ডার ফিমেল  উনি নিজেই বললেন -----  আমাদের তো কিছু সারনেম নেই , আর আমাদের জেন্ডারের কোনো অপশনও নেই  তাছাড়া ফিমেল করে রাখলে রিকোয়েস্ট বেশি আসে  অচেনা অজানা হোক মেয়ে ভেবে কথা তো বলে , গল্প করার সঙ্গী তো পাই   বলে উনি একটু দুষ্টু হাসলেন  ভাগ্যিস বললেন , তাই আমিও একটু হাসার সুযোগ পেলাম  নাহলে এতক্ষন তো আমার কি রকম এক্সপ্রেশন হওয়া উচিত সেটাই বুঝতে পারছিলাম না 

আমার আগেই ওনার স্টপেজ এসে যাওয়ায় উনি নেমে গেলেন  আমারও আর বেশি বাকি নেই পৌঁছতে  বইটা এতক্ষণ কোলেই পড়েছিলো , ওটাকে ঢুকিয়ে রাখলাম  রেখে আবার ফোনে মন দিলাম  নিজের টাইমলাইনেই ঘুরপাক খাচ্ছিলাম বন্ধুদের ট্যাগ রিভিউ এর জন্যে  নিজের টাইমলাইন ………… জেন্ডার ফিমেল , কোনো মিথ্যে নেই  নিজেকে খুব ভাগ্যবতী মনে হল  আরেকটু নীচে চোখে পড়ল ' ইন্টেরেস্টেড ইন মেন এন্ড উইমেন কলেজে ওঠার পর যখন প্রথম ফেসবুকে আসি , তখন এক পাকাপোক্ত ফেসবুক ইউজার সহপাঠী বলেছিল ----  শুধু মেন রাখবি না , লোকে ভাববে ছেলেমুখো  উইমেন তো মোটেই রাখবি না , লোকে ভাববে লেসবো  মেন এন্ড উইমেন করে রাখ , সবার প্রতি ইন্টেরেস্টেড বোঝাতে   কিন্তু এতে তো সবার প্রতি ইন্টারেস্ট বোঝায় না  মেন , উইমেন ছাড়াও তো মানুষ হয়  গোপালীরা হয়  যেদিন ওদেরকেও অপশনে রাখা হবে সেদিন নাহয় ওখানে কিছু লিখবো , আপাতত ঘরটা ফাঁকা থাক
  sanjuktag1997@gmail.com

No comments:

Post a Comment