ছবি : ইন্টারনেট |
হৃদয় ভেদি
ঊর্বী দত্ত
"আমি জীবনে কখনো অপরাধ করিনি।" মেয়েটির চোখে চোখ রেখে বলে মৃগাঙ্ক।
"তাহলে আপনার হাতে অস্ত্র কেন?" প্রশ্ন করে শ্রেয়সী।
"অস্ত্র ! কোথায় অস্ত্র?"
"আপনার ডান হাতে যে নিষ্পাপ পুষ্পরাজি লক লকে জিহ্বা ও শ্যেন দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে আপনার ওই নির্ভীক প্রশ্নের উত্তরের অপেক্ষায় সে কি কম ধারালো?"
"আমি.....আমি তোমাকে ভালবাসি শ্রেয়সী।"
"কি চান আপনি?শান্ত,বাধ্য,ধারাবাহিক, গতানুগতিক শৃঙ্খলার হাতকড়াটা এত সহজে পড়াতে পারবেন ভেবেছেন আমাকে? কখনই না! আমি দুরন্ত।" মৃগাঙ্ক কে উপেক্ষা করে ঘরের এক প্রান্তে জানালার সামনে গিয়ে দাঁড়ালো শ্রেয়সী।"ফুল গাছেই শোভা পায় মৃগাঙ্ক। ফুলদানিতে সে পারিপার্শ্বিক সৌন্দর্য বাড়ায় বটে কিন্তু ক্ষণিকের জন্য, একদিন তার রূপ ও সৌরভ দুইই শুকিয়ে যায়। ওই ওঙ্গুরি আপনি বৃথাই এনেছেন, আমার অঙ্গুলীতে সে কখনোই স্থান পাবে না। নদী খরস্রোতা, তাকে বইতে দিতে হয়, ক্ষুদ্র পুষ্করিনীর আশায় তাকে নিজের বলে দাবি করা যায় না।" বসার ঘর থেকে বেরিয়ে করিডর দিয়ে হাঁটতে থাকে শ্রেয়সী। ঘুলঘুলিতে পায়রার পাখার ঝাপটানিতে ম্লান নিস্তব্ধ প্রহর মুখর হয়ে ওঠে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment